ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় ২০ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১৪ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

গাজার উত্তরাঞ্চলীয় আল শাতি শরণার্থী শিবিরের একটি অস্থায়ী মসজিদে ইসরায়েলের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ কথা জানিয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, আল শাতিতে শনিবারের হামলায় শহীদের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। আহত অনেকের অবস্থাই আশংকাজনক।

তবে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। এদিকে গাজা শহরের আশেপাশে কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াই চলছে।

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে শনিবার হামাসের সামরিক প্রধানকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আল মাওয়াসিতে ইসরায়েলের হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া এ হামলায় তিনশ’ জন আহত হয়েছে। এদের অধিকাংশের অবস্থা আশংকাজনক।

এদিকে ইসরায়েল আল মাওয়াসিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করে মে মাসে ফিলিস্তিনীদের অন্যান্য এলাকা থেকে এখানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছিল। উল্লেখ্য, গত ১০ মাসের যুদ্ধে গাজার অধিকাংশ ফিলিস্তিনী বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি