ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

তৃতীয়বার করোনায় আক্রান্ত বাইডেন, প্রচারণা বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৮ জুলাই ২০২৪ | আপডেট: ১৩:১৫, ১৮ জুলাই ২০২৪

দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। রাজনৈতিক টানাপোড়নের মধ্যে এবার করোনার আক্রান্ত হয়েছেন বাইডেন। 

স্থানীয় সময় বুধবার লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়। 

হোয়াইট হাউস জানায়, অনুষ্ঠানে যোগ দেয়ার আগে প্রেসিডেন্ট অসুস্থ বোধ করেন। পরে স্বাস্থ্য পরীক্ষা করলে তৃতীয়বারের মতো করোনা ধরা পরে তার। বর্তমানে মৃদু উপসর্গে ভুগছেন ৮১ বছর বয়সি এই ডেমোক্রেট নেতা। 

করোনা শনাক্তের পর ডেলাওয়ার অঙ্গরাজ্যের নিজ বাড়িতে চলে যান বাইডেন। সেখানেই কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিবেন তিনি। 

এদিকে, করোনায় আক্রান্তের খবরে বাইডেনের পূর্বনির্ধারিত নির্বাচনী প্রচার বাতিল করা হয়েছে। এ অবস্থায় নির্বাচনী দৌড়ে আবারও পিছিয়ে পরার শঙ্কায় জো বাইডেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি