ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দশ দিনে গাজার ৮ স্কুলে হামলা, নিহত কয়েকশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ১৮ জুলাই ২০২৪ | আপডেট: ১৩:১২, ১৮ জুলাই ২০২৪

অবরুদ্ধ গাজায় গেল দশ দিনে ৮টি স্কুলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। হত্যা করা হয়েছে সেখানে আশ্রয় নেয়া কয়েকশ’ বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে। 

সবশেষ গাজা সিটির কায়রো স্কুলে হামলায় তিন শিশুসহ ৯ জন নিহত হয়। 

ইসরায়েলের এই বর্বরোচিত হামলা যুদ্ধের সমস্ত নিয়ম ভঙ্গ করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। 

ইসরায়েলি কার্যক্রমকে ইতিহাসের সবচেয়ে নথিভুক্ত গণহত্যা অভিহিত করেছেন ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর। 

এদিকে, ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ৮১ ফিলিস্তিনি। এ নিয়ে ৯ মাসে ইসরায়েলি হামলায় প্রায় ৩৯ হাজার মানুষের প্রাণ গেছে। 

অপরদিকে, পশ্চিম তীরে হত্যাযজ্ঞ এবং ধরপাকড় অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী। জেনিন শরণার্থী শিবিরে নাগরিকদের হত্যার হুমকি দিয়ে লিফলেট বিলি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি