ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

তাইওয়ানের ক্ষেপণাস্ত্র সংস্থার উপ-প্রধানের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ৬ আগস্ট ২০২২

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপ-প্রধানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে একটি হোটেল কক্ষে তার মরদেহ পাওয়া যায়। 

সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপাঞ্চলটির সামরিক-মালিকানাধীন ন্যাশনাল চুয়াং-শান ইনস্টিটিউটের উপ-প্রধান ছিলেন ওউ ইয়াং লি-হেসাং। তার মৃত্যুর ঘটনায় তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।

দক্ষিণাঞ্চলীয় পিংটুং কাউন্টিতে তিনি একটি ব্যবসায়িক সফরে ছিলেন। চলতি বছরের শুরুতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের তত্ত্বাবধানের দায়িত্ব পেয়েছিলেন এই কর্মকর্তা।

এমন এক সময়ে এই মৃত্যুর খবর এসেছে, যখন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চীনের সঙ্গে উত্তেজনা চলছে। ন্যানসি ও তার পরিবারের বিরুদ্ধে নিষেধজ্ঞা ছাড়াও ওয়াশিংটনের সঙ্গে জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে আলোচনাও স্থগিত করেছে বেইজিং।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি