ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

২০ ঘণ্টার মধ্যে কাবুলে ফের বিস্ফোরণ, আহত ২২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ৬ আগস্ট ২০২২

কাবুলের ওই রাস্তার একটি সাধারণ চিত্র, ছবি- রয়টার্স।

কাবুলের ওই রাস্তার একটি সাধারণ চিত্র, ছবি- রয়টার্স।

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ব্যস্ত কেনাকাটার রাস্তায় বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা। খবর রয়টার্স-এর।

শুক্রবার (৫ আগস্ট) কাবুলের পিডি-৬ এর সরকারি এলাকায় ঘটা এক বিস্ফোরণের ২০ ঘণ্টা অতিবাহিত না হতেই নতুন করে আরেকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।

খবরে বলা হয়, রাজধানী শহরের পশ্চিমাঞ্চলীয় জেলায় এই বিস্ফোরণটি ঘটে, যেখানে সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যরা নিয়মিত মিলিত হন।

অনলাইনে পোস্ট করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে ছুটে আসছে। যা বাস স্টেশনের কাছেই অবস্থান করছিল।

তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, একটি সহায়তা দল বিস্ফোরণস্থলে আহতদের সাহায্য করতে এবং হতাহতের সংখ্যা নিরূপণ করছে।

অবশ্য এখনও কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠী আইএসকে এই ঘটনা ঘটানোর জন্য সন্দেহ করা হচ্ছে।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাজধানী কাবুলে এক বিস্ফোরণ ঘটায় জঙ্গি গোষ্ঠীটি, যাতে কমপক্ষে ৮ জন নিহত এবং ১৮ জন আহত হন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি