ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

অবশেষে মুক্তি পেলেন আফগানিস্তানে অপহৃত সাংবাদিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ৭ আগস্ট ২০২২

নাম অনস মালিক, পেশায় সাংবাদিক। সম্প্রতি পাকিস্তানী এই সাংবাদিক আফগানিস্তানে গিয়েছিলেন তালেবানের ক্ষমতা দখলের বর্ষপূর্তি এবং সে দেশে আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল-জ়াওয়াহিরির হত্যার খবর করতে। কিন্তু খবর করবার আগেই তিনি অপহৃত হন। তবে অবশেষে একদিন পর মুক্তি পেয়েছে অনস মালিক।

শনিবার (৬ আগস্ট) অনস টুইট করে জানান, আমি ফিরে এসেছি। এরপর নিশ্চিত হওয়া যায় তার মুক্তির সংবাদ। তবে তার উপরে অপহৃত সময়ে অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, বুধবার আফগানিস্তানে পা রাখেন অনস। পরের দিন থেকে তার খোঁজ মিলছিল না। সে কথা প্রথম টুইট করে করে জানান অনসের এক সহকর্মী।
 
তিনি বলেন, “ফোনে পাওয়া যাচ্ছে না অনসকে। কাবুলের পাক দূতাবাসও কোনও খবর দিতে পারছে না।”
 
পরে কাবুলের পাক দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত মনসুর অহমেদ খান বলেন, “অনস মালিকের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি কাবুলে নিরাপদেই রয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে তার সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হবে।”
 
তারপর আসে অনসের নিজের টুইট। যেখানে তিনি বলেন, ‘আমি ফিরে এসেছি।’

ফিরে এসে নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অনস। 

তিনি জানান, হাতকড়া পরিয়ে তার চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। সেসময় সাংবাদিকতার পরিসর নিয়ে প্রশ্ন করা হচ্ছিল। ব্যক্তিগত নানা প্রশ্নও করা হয়।
 
এ প্রসঙ্গে অনস বলেন, “শুক্রবার সন্ধ্যায় আমাকে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয়। বলা হয় যে অনুবাদক এলেই আমাকে ছেড়ে দেওয়া হবে।”
 
এই সাংবাদিকের উপর কী পরিমাণ অত্যাচার হয়েছে তা তুলে ধরতে নিজের ছেঁড়া পোশাক এবং একাধিক চোটের ছবিও শেয়ার করেন অনস।

তবে অনসকে ছেড়ে দিলেও এখনও তালেবানের হাতে আটক রয়েছেন তার স্থানীয় প্রডিউসার এবং তার গাড়িচালক।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি