ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিহারে নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে ৫ শ্রমিকের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ৭ আগস্ট ২০২২

ভারতের বিহারের পাটনায় নদীতে বালুভর্তি নৌকায় আগুন লেগে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (৬ আগস্ট) ঘটনাটি ঘটেছে পাটনার দিয়ারা, রামপুর ঘাটে নৌকা ভর্তি বালু পারাপারের সময়।

এ প্রসঙ্গে বিহার পুলিশ জানিয়েছে, নৌকায় সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, কিন্তু ঘটনা তা নয়। তারা কয়েকটি ডিজেল রাখা পাত্রের কাছে রান্না করছিল, তাই আগুন লেগেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। আগুনে ঝলসে গিয়েছেন আরও কয়েক জন।

প্রতিবেদনে বলা হয়েছে, হ্রদের মাঝখানে খাবার রান্না করার সময় এবং নৌকায় করে অবৈধ বালু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে।

এ প্রসঙ্গে, পাটনার বিহতার অগ্নিনির্বাপক অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ কুমার জানান, নৌকায় ২০ জন শ্রমিক ছিল। তবে এখনও নিহত পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি।
 
পাটনার জেলাপ্রশাসক জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।
 
সূত্রঃ এএনআই
আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি