সম্পর্কে দৃষ্টান্ত তৈরি করেছে ভারত ও বাংলাদেশ : প্রণব মুখার্জি
প্রকাশিত : ১৭:৩৭, ৮ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৪৭, ৮ জুলাই ২০১৭
প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্পর্কের এক দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের পররাষ্ট্র সার্ভিসের শিক্ষানবীশ অফিসারদের সঙ্গে সাক্ষাতকালে এই মন্তব্য করেন ভারতের রাষ্ট্রপতি।
প্রণব মুখার্জি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে দীর্ঘ দিনের সুসম্পর্ক। দেশটির সঙ্গে আমরা (ভারত) অনেক কিছুই ভাগাভাগি করি এবং অনেক ক্ষেত্রেই দুই দেশের এই পারস্পরিক সুসম্পর্ক উদাহরণ হয়ে রয়েছে। যা অন্যদের জন্য জন্য সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।
দিল্লির ফরেন সার্ভিস ইন্সিটিউট আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ নিতে এসেছিলেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা। এরপর এদিন রাষ্ট্রপতি ভবনে তারা ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন। বাংলাদেশের তরুণ কূটনীতিকদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিবেশি দেশের ফরেন সার্ভিস থেকে অনেক তরুণ মুখ উঠে আসতে দেখে আমি খুবই আনন্দিত।’ বাংলাদেশি তরুণ কূটনীতিকদের একটি মহান দেশের মূল্যবান প্রতিনিধি হিসেবে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন ‘সুশাসনব্যবস্থার জন্য এরা নতুন ধারনা ও নতুন পদ্ধতি আনবেন।’
প্রণব মুখার্জি আশা প্রকাশ করে বলেন ‘এই তরুণ কূটনীতিকরা ভারত-বাংলাদেশে উভয় দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্বের উত্তরাধিকারকে বহন করতে সক্ষম হবে, কারণ তারা নিজেদের পেশা হিসেবে বাংলাদেশ ফরেন সার্ভিস-কেই বেছে নিয়েছে।’
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন