ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইরানি প্রেসিডেন্ট রুহানির ভাই আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ২০:১৪, ১৭ জুলাই ২০১৭

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসেইন ফেরেইদুনকে আটক করা হয়েছে। ফেরেইদুনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানা না গেলেও  ধারণা করা হচ্ছে, অজ্ঞাত আর্থিক বিষয়ে মামলায় জামিনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাকে আটক করা হয়েছে। ইরানের বিচারবিভাগের মুখপাত্র গোলাম হোসেইন মোহসেন রোববার আটকের কথা জানিয়েছেন।

ফেরেইদুনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় বীমা কোম্পানির ম্যানেজারদের বেতন নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই কেলেংকারির ঘটনায় এক বছরের বেশি সময় প্রেসিডেন্ট রুহানিকে বিতর্কের মুখে পড়তে হয়েছিল। সূত্র: রয়টার্স। 

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি