ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আল-আকসা মসজিদের প্রবেশাধিকার নিয়ে আরও ২ ফিলিস্তিনির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩৩, ২৭ জুলাই ২০১৭

আল-আকসা মসজিদে প্রবেশাধিকার নিয়ে জেরুজালেম এবং পশ্চিমতীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দখলদার ইসরায়েল। ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনীকে পাথর ছুঁড়ে প্রতিহত করার চেষ্টা করছে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ।

শুক্রবারের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার পর শনিবার পশ্চিমতীর এবং জেরুজালেমে পৃথক দুই ঘটনায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারান। এদিন আরও ১৭ ফিলিস্তিনি আহত হন। উত্তেজনা লাঘবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণের প্রবেশপথে মেটাল ডিটেক্টরসহ বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করেছে ইসরাইল। ইসরায়েলি নিয়ন্ত্রণের বিপরীতে চলতে থাকে ফিলিস্তিনিদের প্রতিবাদ। শুক্রবার জুমার নামাজের সময় থেকে আল-আকসা মসজিদে নিষিদ্ধ হয় ৫০ বছরের কম বয়সী মুসল্লিদের প্রবেশাধিকার। পরে পথেই নামাজ আদায় করেন ফিলিস্তিনি মুসলিমরা। এসময় জেরুজালেম আর পশ্চিমতীর উত্তাল হয়ে ওঠে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিবাদ-বিক্ষোভে।

আল-জাজিরার খবর থেকে জানা যায়, পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। শনিবার বিক্ষোভরত ফিলিস্তিনিদের উপর গুলি চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এদিনের বিক্ষোভ চলাকালে আরও ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে পূর্ব জেরুজালেমে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি পুলিশের গুলিতে আহত ১৭ বছর বয়সী তরুণ ওদয় নাওয়াজা আর বেঁচে নেই। আর ইসরায়েলি বাহিনীকে পেট্রোল বোমা ছুঁড়তে গিয়ে তা বিস্ফোরণ হওয়ায় প্রাণ হারিয়েছেন ১৮ বছর বয়সী তরুণ আবু ডিস। সবমিলে গত ২দিনের সংঘর্ষে নিহত ফিলস্তিনির সংখ্যা দাঁড়ালো ৫ জনে। 

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি