ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারে তুর্কি ফার্স্ট লেডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৩৩, ৭ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু কক্সবাজারে পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে নামেন।

এমিন এরদোগান টেকনাফের কুতুপালং রোহিঙ্গা শিবির ও পাশে একটি অনিবন্ধিত আরও কিছু রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলুকে কক্সবাজার বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে তাঁরা টেকনাফের পথে রওনা হন। কুতুপালংয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তাঁরা।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকায় আসেন তুর্কি ফার্স্ট লেডি।

রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন শেষে আজই তুর্কি ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন মেগলুত কাভাসোগলু।

মিয়ানমারের সহিংস দমন-পীড়নের মুখে রোহিঙ্গারা স্রোতের মতো বাংলাদেশে ঢুকছে। মানবিক সংকটকে গুরুত্ব দিয়ে এরই মধ্যে লাখো রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি