ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিড়ালের মল থেকে তৈরি কফি এবার ভারতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ১৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৭

আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি কফির নাম কি? উত্তর হচ্ছে সিভেট। বিড়ালের মল থেকে তৈরি হয় এই কফি। নাক সিঁটকাচ্ছেন? ভারতের বাজারেও চলে এসেছে এ কফি।   

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে তৈরি হয়  এ কফি। এশিয়ান পাম সিভেট প্রজাতির প্রাণির মল থেকেই তৈরি হয় কোপি লুয়াক নামের এই কফি বিনস। বন্য বিড়াল গোত্রীয় এই প্রাণি নিয়মিত কফি খেয়ে থাকে। এদের মল সংগ্রহ করে তা প্রসেস করেই তৈরি করা হয়ে থাকে কোপি লুয়াক। সিভেটের শরীরের উৎসেচকই নাকি এই কফি বিনসের স্বাদ ও গন্ধের প্রধান কারণ। ভারতে প্রতি কিলোগ্রাম ৮ হাজার টাকায় পাওয়া যাবে এই কফি। আরব সাগরীয় ও ইউরোপের দেশগুলোয় এই কফির দাম প্রতি কেজি ২০-২৫ হাজার টাকা।

কর্নাটকের স্টার্টআপ সংস্থা কুর্গ কনসলিডেটেড কমোডিটিস ‘আনিরমেন’ নাম দিয়ে এই কফি প্রস্তুত করবে। বিশেষ এই কফি পরিবেশনের জন্য একটি ক্যাফে খোলারও পরিকল্পনা রয়েছে তাদের। সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা নরেন্দ্র হেব্বার বলেন, “প্রথম দফায় ২০ কেজি সিভেট কফি প্রস্তুত করা হয়েছিল। স্টার্ট-আপ সংস্থা তৈরি হওয়ার পর ২০১৫-১৬ সালে ৬০ কেজি ও গত বছর আমরা ২০০ কেজি প্রস্তুত করি। আশা করছি আগামী অক্টোবর থেকে প্রায় আধ টন করে কফি প্রস্তুত করতে পারব আমরা।”

জঙ্গলের কাছাকাছি খেত থেকে সিভেটের মল সংগ্রহ করে এই সংস্থা। এই সব এলাকার খেতেই কফি ও চেরি খেতে আসে সিভেটরা। পৃথিবীর অন্যান্য দেশে সিভেট বিড়ালদের খাঁচাবন্দি করে জোর করে কফি খাওয়ানো হলেও ভারতে সম্পূর্ণ স্বাভাবিক পদ্ধতিতেই সংগ্রহ করা হয় সিভেটের মল।

সূত্র- আনন্দবাজার

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি