ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাজ্য : রুশনারা আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫২, ১৯ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও খাবার দিয়ে বাংলাদেশ ঐতিহাসিক ভূমিকা পালন করছে। বাংলাদেশের যেটা অনেক বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে।

আজ সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত ও ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুশনারা আলী এসব কথা বলেন।  

রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন, হত্যা ও দেশত্যাগে বাধ্য করায় মিয়ানমার সরকারের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের নজর কাড়তেও যুক্তরাজ্য সরকার কাজ করছে বলে জানান রুশনারা আলী।

অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রুশনারা বলেন, দেশটি দারিদ্র্য বিমোচন, মাতৃমৃত্যুর হার ও শিশু মৃত্যুহার কমিয়ে আনতে যথেষ্ট সক্ষমতা দেখিয়েছে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি