ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শরণার্থীদের সহায়তা দেবে বিশ্বব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৪০, ২৭ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক। এজন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংকের কাছে আবেদন জানাতে হবে বলে জানান সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চমিয়াও ফান।

বুধবার সকালে আগারগাঁওস্থ বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিমিয়াও ফান আরো বলেন, অন্যান্য দাতা সংস্থার মতো বিশ্বব্যাংকও রোহিঙ্গা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রিফিউজি খাতে বিশ্বের জন্য বিশ্বব্যাংকের ২০০ কোটি ডলারের একটি তিন বছরের তহবিল আছে। সেখান থেকে দক্ষিণ এশিয়ার জন্য ৬০ কোটি ডলার। তবে একটি দেশ আইডা খাত থেকে এখাতে ৪০ কোটি ডলার পেতে পারে। বাংলাদেশও এই তহবিল পাওয়ার যোগ্য।

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি