ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন পোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:২২, ১২ অক্টোবর ২০১৭

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী ৩০ নভেম্বর তিন দিনের সফরে বাংলাদেশ আসছেন। মঙ্গলবার ভ্যাটিকান সিটির পক্ষ থেকে ঘোষিত সূচি অনুযায়ী তিনি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

আগেই জানানো হয়েছিল নভেম্বরের শেষদিকে তিনি দক্ষিণ এশিয়ার দুই দেশে আসবেন। ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়, পোপ ফ্রান্সিস ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মিয়ানমারে অবস্থান করবেন।

বাংলাদেশে এসে সর্বপ্রথম তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর প্রেসিডেন্ট আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন পোপ ফ্রান্সিস। এদিন অন্যান্য কূটনীতিকের সঙ্গেও দেখা করবেন তিনি।

সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর এক গণমিছিলে অংশ নেবেন পোপ। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। ২ ডিসেম্বর পোপ মাদার তেরেসা পরিচালিত মিশনারিগুলো প্রদর্শন করবেন। সেখানে পাদ্রীদের সঙ্গে কথা বলবেন তিনি। অংশ নেবেন সেমিনারে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি