ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

উনসত্তরে বাবা হচ্ছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:২২, ১২ অক্টোবর ২০১৭

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং তার স্ত্রী জেনি হাওকিও আশা করছেন, শিগগিরই তাদের পরিবারে আসছে নতুন অতিথি।

নিনিস্তোর বয়স এখন ৬৯ বছর, আর হাওকিওর ৪০। আগামী ফেব্রুয়ারিতেই এই দম্পতির সন্তানের জন্ম নিতে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।

সোমবার নিনিস্তো দম্পতির এক বিবৃতিতে বলা হয়, “একটি সন্তানের জন্য আমাদের অপেক্ষা দীর্ঘদিনের। বিগত বছরগুলোতে আমাদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। গর্ভধারণের শুরুর দিনগেুলোতে স্পর্শকাতর অনেক বিষয় ছিল, তবে সেসব পেরিয়ে এখন আমরা সুখবরটা শেয়ার করতে পারি।”

সাউলি নিনিস্তো ও জেনি হাওকিও সংসার শুরু করেন ২০০৯ সালে। এটাই হবে হাওকিওর প্রথম সন্তান, আর নিনিস্তোর তৃতীয়।

আসছে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পরিবারে যখন নতুন শিশুর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে, ওই সময়ই আরও ছয় বছর মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আশায় ভোটের লড়াইয়ে থাকবেন নিনিস্তো।

এখন পর্যন্ত জনমত জরিপে তিনি অনেকটাই এগিয়ে আছেন বলে জানিয়েছে।

কেআই/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি