ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

‘রোহিঙ্গা নির্যাতন’ তদন্ত করবে মিয়ানমার সেনারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ১৪ অক্টোবর ২০১৭

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর নির্যাতন-নিপীড়নের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে দেশটির সেনাবাহিনী।

লেফটেন্যান্ট জেনারেল আয়ি উইনের নেতৃত্বে গঠিত একটি কমিটি গত ২৫ আগস্ট থেকে পরিচালিত অভিযানে সেনা সদস্যরা কোথাও কোনো নিয়ম ভেঙেছে কি না, তা খতিয়ে দেখবে।

অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয়াং। তবে তিনি এটাও বলেছেন, সেনাবাহিনীর ওই অভিযান বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সংবিধান অনুযায়ী বৈধ ছিল।

সেনাবাহিনী ওই অভিযান শুরুর পর গত দেড় মাসে পাঁচ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি হত্যা, লুটপাটের অভিযোগ এসেছে তাদের কথায়।

রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে ২৪ অগাস্ট রাতে হামলার পর থেকে সেনাবাহিনী ওই অভিযান শুরু করে।

অভিযোগ উঠেছে, সেনা সদস্যরা রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণ-নির্যাতনে এবং তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে।   আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ সেনাবাহিনীর এ অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলে বর্ণনা করেছে। সূত্র:রয়টার্স

এম/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি