ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গ্রীসে বন্যায় ১১ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১৬ নভেম্বর ২০১৭

গ্রীসের রাজধানী এথেন্সে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। এথেন্সের মান্দারা, নি পারমস এবং মেগারা এলাকায়। মেগারা শহরের কর্তৃপক্ষের দাবি, সেখানে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

মেগারা শহরের সহকারী নগরপিতা স্টাভরস ফোটিও বলেন, আমরা শত শত কল পেয়েছি, যারা সাহায্যের জন্য আমাদের আকুল আবেদন জানিয়েছে। আমরা বিভিন্ন এলাকায় পৌছাতে চেষ্টা করছি। তবে রাস্তার বেহাল দশা আর বৃষ্টির কারণে সেখানে পৌছাতে সমস্যা হচ্ছে।

স্থানীয় একজন প্রতিবেদক আল-জাজিরাকে জানায়, অসংখ্য ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেক গাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেকেই ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছে। বন্যায় ক্ষতিগ্রস্থরা ত্রাণসামগ্রীর জন্য হাহাকার করছে। গ্রীক সংসদের প্রেসিডেন্ট নিকোস ভোটিস এক বক্তব্যে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়েছে।

সূত্র : আলজাজিরা।

####

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি