ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পলাতক উত্তর কোরীয় সৈন্যের অন্ত্রে কৃমির বাস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ১৮ নভেম্বর ২০১৭

উত্তর কোরিয়া থেকে পলাতক সৈন্যৈর শরীরে অস্বাভাবিক মাত্রায় কৃমি রয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার চিকিৎসকরা।

গত সোমবার ওই সৈনিক সেনামুক্ত সীমান্ত এলাকা দিয়ে উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়া আসছিলেন। সীমান্ত এলাকা ত্যাগ করার সময় উত্তর কোরীয় সেনাবাহিনীর ৫টি বুলেট তাকে বিদ্ধ করে।

এরপর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাকে উদ্ধার করে একটি উন্নত মানের হাসপাতালে ভর্তি করে। যদিও তার অবস্থা আশঙ্কামুক্ত তবে তার শরীরে বাস করা অস্বাভাবিক মাত্রার কৃমি তাকে ক্রমশই বিপদের দিকে নিয়ে যাচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চিকিৎসক বলেছেন, ২০ বছরের ডাক্তারি জীবনে এধরনের কৃমির সংক্রমণ আমি কখনও দেখিনি।

সূত্র : বিবিসি।

এমজে/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি