ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কেনিয়ায় বিরোধীদলের সমাবেশে পুলিশি হামলা : নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:০৬, ১৯ নভেম্বর ২০১৭

কেনিয়ায় বিরোধীদলের সমাবেশের উপর পুলিশ হামলা চালালে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। কেনিয়ার রাজধানী নাইরোবিতে গত শুক্রবার এক সমাবেশের আয়োজন করে বিরোধী দলের প্রধান রাইলা ওডিংগা। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। বিরোধীদলের সমাবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর শতশত সদস্য সেখানে অবস্থান করছিল।

বিরোধীদল ন্যাশনাল সুপার অ্যালায়েন্স (নাসা)’র প্রধান ওডিংগা এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, সরকার তাদের ঠেকাতে অস্ত্রধারী মিলিশিয়া ও মরণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে। এদিকে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল কেনিয়ার সরকারকে মরণঘাতী অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানায়।

তবে কেনিয়ার পুলিশ অ্যামেনেস্টি ও ওডিংগার অভিযোগ অস্বীকার করে বলছে, তারা আইনশৃঙ্খলা রক্ষার্থে টিয়ার গ্যাস ও পানির ট্যাঙ্ক ব্যবহার করেছে। কোন অস্ত্রের ব্যবহার করেনি।

এমজে/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি