ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কেনিয়ায় প্রেসিডেন্টের শপথ ঘিরে সেনা মোতায়েন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রেসিডেন্ট উহরু কেনিয়াট্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধীদলের আন্দোলন ঠেকাতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এরইমধ্যে নির্বাচন বয়কট করা বিরোধীদলগুলোর জোট প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। বিরোধীদলীয় প্রধান রাইলা ওডিংগা পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। বিরোধীদলের আন্দোলন ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে কেনিয়াট্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে ২০ দেশের রাষ্ট্রপ্রধান অথবা পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, উগান্ডার প্রেসিডেন্ট যুহেরি মুসেভেনি এবং রুয়ান্ডা প্রেসিডেন্ট পল কাগমার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সংবিধান অনুসারে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে সর্বোচ্চ আদালত রায় দেওয়ায়  নির্বাচনটি বাতিল হয়ে যায়। এরপর অক্টোবরে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিরোধীদলগুলো ওই নির্বাচন বয়কট করে।

অক্টোবরের নির্বাচনে কেনিয়াট্টা ৯৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে ওই নির্বাচনে মাত্র ৩৯ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সূত্র: বিবিসি

এমজে/ এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি