ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের ড্রোনসহ ৪ তুর্কি নাগরিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:১৬, ৮ ডিসেম্বর ২০১৭

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে গতকাল বুধবার সন্ধ্যার পর ড্রোনসহ ৪ তুর্কি নাগরিককে আটক করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রোন উড়ানোর সময় তাদের আটক করা হয়। পরে থানা পুলিশ ড্রোনটি জব্দ করে মুচলেকায় তাদের ছেড়ে দেয়।

উখিয়া থানা সূত্রে জানা গেছে, আটকরা বৈধ ভিসা নিয়ে জাসাস নামে একটি এনজিওর প্রতিনিধিত্ব করছে। ড্রোনটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এবং ওই বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষে স্বদেশে চলে যাওয়ার সময় ড্রোনটি ফেরত দেয়া হবে। তবে পুলিশ আটকদের পরিচয় জানায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিকদের আটক করা হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনে এটি শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এ বিষয়টি তাদের অজানা ছিলো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ ধরনের ভুল আর হবে না বলে তারা ক্ষমা চেয়েছে। তাই মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি