ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ম্যালেরিয়া: মৃত্যুর মুখে ইয়েমেনি শিশুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১৩ ডিসেম্বর ২০১৭

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উপর সৌদি জোটের অবরোধে দুর্ভিক্ষ আর রোগবালাই ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। অবরোধে সেখানে প্রয়োজনীয় ওষুধ খাবার স্যালাইন পৌছাতে পারছে না, আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

এদিকে মড়ার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ম্যালেরিয়া আর ডেঙ্গু জ্বর। ম্যালেরিয়া আর ডেঙ্গুজ্বরে সেখানকার পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। এর আগে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্যালাইন আর প্রয়োজনীয় ওষুধ সরবরাহে সৌদি জোটকে অবরোধ শিথীলে আহ্বান জানায় আন্তর্জাতিক সেবাদানকারী সংস্থাগুলি। এদিকে নতুন করে ম্যালেরিয়া আর ডেঙ্গুজ্বর দেখা দেওয়ায় চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।

জাতিসংঘের এক ঊর্ধতন কর্মকর্তা ইয়েমেনে সৌদি জোট তুলে নেওয়ার পাশাপাশি দেশটিতে যুদ্ধরত গোষ্ঠীগুলোকে মানবিক সহায়তা পৌছে দিতে যুদ্ধ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। দেশটিতে কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষ আর রোগ বালাইয়ে ভোগছে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: আল-জাজিরা

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি