ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় ৩ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:১৫, ১৯ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফ্লাইওভার থেকে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে মহাসড়কে আছড়ে পড়ায় তিনজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অ্যামট্রাক কোম্পানির যাত্রীবাহী ট্রেনটির নতুন একটি রুটের উদ্বোধনী যাত্রায় এ দুর্ঘটনা ঘটে। সিয়াটল থেকে নতুন চালু হওয়া রুটে ট্রেনটি পোর্টল্যান্ড যাবার পথে যাত্রা শুরুর ৪৫ মিনিটের মাথাতেই ফ্লাইওভার থেকে নিচের ব্যস্ত সড়কে আছড়ে পরে এটি।

হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে ফ্লাইওভারের দুই পাশেই ট্রেনের সবগুলো বগি পরে রয়েছে। একটি বগি খুব বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে।

কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র এড ট্রোয়ার জানিয়েছেন, ট্রেনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে উদ্ধার কর্মীরা কাজ করছেন। উদ্ধারকাজে এখনো অনেক সময় লাগবে।

ওয়াশিংটন গভর্নর জরুরি অবস্থার ঘোষণা করে উদ্ধার তৎপরতায় আহ্বান জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

 

সূত্র: বিবিসি

একে/এমআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি