ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কেনিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ৩১ ডিসেম্বর ২০১৭

কেনিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৬ জন।  কেনিয়ার নাকরো শহরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব কেনিয়ার নাকরো-এডোরেট নামক এলাকায় বুসিয়া থেকে নাইরোবিগামী একটি বাসের সঙ্গে নাকোরোগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় মৃতের সংখ্যা চলতি মাসেই ১০০ ছাড়িয়েছে।

দুর্ঘটনায় উভয় যানের চালকই নিহত হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছে। আহতের একজন জানিয়েছেন,  দুর্ঘটনার সময় তিনি ঘুমাচ্ছিলেন। আমি যখন জেগে উঠলাম, তখন চারপাশে হাউমাউ, চিৎকার, চেঁচামেচি শুনতে পাই। স্রষ্টার অশেষ কৃপায় আমি বেঁচে গেলাম।” জানা গেছে, দেশটিতে দুর্ঘটনায়  চলতি বছর ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

সুত্র: দ্য ডন

এমজে/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি