ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাইজেরিয়ায় মার্কিন-কানাডিয়ান নাগরিক অপহৃত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১৮ জানুয়ারি ২০১৮

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনায় দুই মার্কিন ও দুই কানাডিয়ান নাগরিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এসময় নাইজেরিয়ার পুলিশের সঙ্গে ওই সন্ত্রাসীদের গুলাগুলিতে দুই পুলিশ নিহত হয়েছেন। ওই সন্ত্রাসীরা মার্কিন ও কানাডিয়ান চার নাগরিককে অপহরণের উদ্দেশে ওই হামলা চালায় বলে নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে।

নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা দুইটি যানবাহনে করে ওই ব্যক্তিদের উপর হামলা উদ্দেশে কাদুনাতে আসে। এদিকে এখন পর্যন্ত ওই নাগরিকদের উদ্ধার করতে পারেনি পুলিশ। শুধু তাই নয়, কে বা কারা ওই অপহরণের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে কানাডার দূতাবাস জানিয়েছে, তাদের নাগরিকদের অপহরণের বিষয়টি ইতোমধ্যে তারা জেনেছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের এক নাগরিক অপহরণের শিকার হয়েছেন নাইজেরিয়াতে। তবে এ বিষয়ে বিস্তারিত কোন মন্তব্য করতে রাজি হননি স্টেট ডিপার্টমেন্টের কোন কর্মকর্তা। এদিকে গত বছরে নাইজেরিয়াতে দুই জার্মান ভূতাত্ত্বিকও অপহরণের শিকার হয়েছিলেন।

সুত্র: বিবিসি
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি