ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে ১৮ লাখ অভিবাসীর নাগরিকত্বের সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব প্রকাশ করতে যাচ্ছে হোয়াইট হাউজ।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছে, মেক্সিকো সীমান্তে নির্মিতব্য দেওয়াল নির্মাণে প্রয়োজনীয় তহবিলে অর্থ দেওয়ার বিনিময়ে দেশটি ১৮ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দিবে। আর এ সংক্রান্ত প্রস্তাবটি আগামী সোমবার উপস্থাপন করা হবে।

বাজেট ইস্যুতে ডেমোক্রেট দলের সংসদ সদস্যদের সঙ্গে সমঝোতা বৈঠকের পূর্বে হোয়াইট হাউজ এ পরিকল্পনা প্রকাশ করেছে। জানা গেছে, মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণে ২৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহে হোয়াইট হাউজ এ প্রস্তাব করতে যাচ্ছে।

হোয়াইট হাউজের পরিকল্পনা বিভাগের প্রধান স্টিফেন মিলার গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনাকে তিনি নাটকীয় মতৈক্য হিসেবে অভিহিত করেছেন। আর এ পরিকল্পনা বাস্তবায়ন হলে, দেশটিতে ১০-১২ বছর ধরে বাসকরা অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব নেওয়ার সুযোগ তৈরি হবে।

তবে ট্রাম্পের এ পরিকল্পনায় উস্মা প্রকাশ করেছে বিরোধীদল ডেমোক্রেটের সদস্যরা। তাদের দাবি, সাবেক প্রেসিডেন্ট ওবামার সময়ে করা (ডিএসিএ) প্রোগ্রামের আওতায় অভিবাসী ৭ লাখ শিশুকে বিশেষ সুবিধা দিয়ে নাগরিকত্ব দিতে হবে। ডিএসিএ সুবিধা ছাড়াও দেশটিতে আরও ১১ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। তাদেরও বৈধ নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন।

এদিকে চেইন মাইগ্রেসন (পরিবারের সদস্যদের অভিবাসন) কমাতে চায় দেশটি। জানা যায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিশ্বের নাগরিকরা তাদের পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে যেতে পারেন। তা ছাড়া পরবর্তীতে তারাপ নাগরিকত্ব পেতে পারেন। দেশটি এই নীতি বন্ধ করতে চাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১৮ লাখ অভিবাসীর কাছ থেকে ২৫ বিলিয়ন উত্তোলন করা হলে, তাদের বড় অঙ্কের টাকা গুনতে হবে বলে জানা গেছে।

সূত্র: বিবিসি
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি