ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ভারতে ট্রেন দুর্ঘটনায় ৪ নারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারে শুক্রবার একটি চলন্ত ট্রেনের ধাক্কায় চার নারী নিহত একজন গুরুতর আহত হয়েছেন সরকারি কর্মকর্তারা কথা জানান খবর সিনহুয়ার

বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৩৪ কিমি উত্তর পশ্চিমে কাচারি স্টেশনের কাছে সিবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই পাঁচ নারী ট্রেন ধরার জন্যে রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অন্য প্রান্তে চার নারী নিহত ও অপরজন গুরুতর আহত হন।

আহত ও নিহতেরা স্থানীয় গোপালগঞ্জ এলাকার বাসিন্দা।

জানা গেছে যে, দুর্ঘটনায় আহতকে তাৎক্ষণিকভাবে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে পাঠানো করা হয়েছে।

 টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি