ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা নিধন বন্ধে মোদি-ট্রাম্পের ফোনালাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা সংকট সমাধানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। গত বুধবার এক বিবৃতিতে হোয়াইটহাউজ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ও সংকট সমাধানে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন মোদি ও ট্রাম্প। এসময় দুই নেতাই রোহিঙ্গাদের ওপর চালানো নিধন অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতা শুরুর পর থেকৈ রোহিঙ্গাদের ওপর চালানো নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ৬ লাখ ৯০ হাজারেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের প্রতিটি দেশই এই ঘটনাকে নিধনযজ্ঞ বলে আসছে।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি