নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২ শিক্ষার্থী
প্রকাশিত : ১৫:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ শিক্ষার্থী নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কানো স্টেটে গত মঙ্গলবার একটি শিক্ষার্থীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিয়ে ভ্রমণে বেরিয়েছিল বাসটি। তুরস্কের আনাদুলো নিউজ এজেন্সি বিষয়টির সতত্য নিশ্চিত করেছে। আনাদুলোর কাছে দেওয়া মন্তব্যে কানো পুলিশের মুখপাত্র মুসা মাগাজি বলেন, ওই সংঘর্ষে অন্তত ২২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাগাজি বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ওই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নাইজেরিয়ার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতিরি মধ্য দিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানায়। একইসঙ্গে দেশটিতে প্রতি বছর শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান বলে জানা গেছে।
সূত্র: আনাদুলো এজেন্সি
এমজে/
আরও পড়ুন