ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সোমালিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ১৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জোড়া গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্টের বাসভবনের পাশে এই হামলার পর গোলাগুলির শব্দ শোনা গেছে। দেশটির জঙ্গিগোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আহমেদ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, আমরা যতদূর জানতে পেরেছি, একটি বিস্ফোরণ প্রেসিডেন্টের ভবনের ভেতরে ঘটে। আরেকটি একটি জনপ্রিয় হোটেলের কাছে ঘটানো হয়।

সোমালিয়া সরকার সন্ত্রাসী সতর্কতা জারির একদিন পর এই হামলা চালানো হলো। এর আগে ১৮ ডিসেম্বর মোগাদিসুতে দেশের প্রধান পুলিশ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলায় ১৮ পুলিশ কর্মকর্তা নিহত হয়। তার আগে অক্টোবরে দেশটির ইতিহাসে ভয়াবহতম হামলায় ৫১২ জন নিহত হয়। ওই ঘটনার জন্য সোমালিয়া সরকার আল কায়েদার ঘনিষ্ঠ আল শাবাব জঙ্গিগোষ্ঠীকেই দায়ী করেছিল।

তথ্যসূত্র: আল জাজিরা।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি