ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুথের লড়াইকে শ্মশান পর্যন্ত নিয়ে যান : দিলীপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিজেপির কলকাতা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আক্রমনাত্মক বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে দলীয় সম্মেলনে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত ভোটে বুথে বুথে লড়াই চালিয়ে যেতে হবে। বুথের লড়াইকে শ্মশান পর্যন্ত নিয়ে যেতে বিজেপি নেতাকর্মীদের আহবানা জানান তিনি।
শনিবার ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে বঙ্গ বিজেপির পঞ্চায়েত সম্মেলনে এসব কথা বলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি হুঁশিয়ারি দেন, বুথে লড়াই হবে। ওরা যদি ভাবে বুথে লড়াই শেষ, তাহলে ভুল ভাববে। আমি দিলীপ ঘোষ বলছি, লড়াইকে শ্মশান পর্যন্ত নিয়ে যাব।
দিলীপ আরও বলেন, দম নিয়ে বিজেপি কর্মীদের লড়তে হবে। যার দম আছে তারাই বিজেপি করবে। দম না থাকলে বাড়িতে বসে যান।
সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা তথা বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক শিবপ্রকাশ-সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
প্রসঙ্গত, এই পঞ্চায়েত সম্মেলন থেকেই দলীয় প্রার্থীদের গাইডলাইন ঠিক করে দেবেন নেতারা। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা চলবে।
সূত্র : সংবাদ প্রতিদিন
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি