লেবাননে জাতীয় নির্বাচন: ১১১ জনই নারী প্রার্থী
প্রকাশিত : ১০:৩৭, ১২ মার্চ ২০১৮
লেবাননের জাতীয় নির্বাচনে শতাধিকেরও বেশি নারী প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যুক্ত করেছে। গত নয় বছরের মধ্যে এই প্রথমবারের মতো দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ১২৮ আসনের বিপরীতে ৯৭৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন।
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৬ এপ্রিলে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ১১১ জন নারী তাদের প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছেন। জানা যায়, ২০০৯ সালের জাতীয় নির্বাচনে মাত্র ১২ জন নারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এদিকে নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন, পৃথিবী বিখ্যাত সাংবাদিক পাওলো ইয়াকোবিয়ান, মানবাধিকার কর্মী নাইলা গেজা এবং গতবারের প্রেসিডেন্ট প্রার্থী নাদিন মুসা। জানা গেছে লেবাননের রাজনীতি দুই ভাগে বিভক্ত। একপক্ষ ইরান সমর্থিথ হিজবুল্লাহ এবং আরেক পক্ষ সৌদিজোট সমর্থিত বর্তমান সরকার। এর নেতৃত্বে রয়েছেন লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী সাদ হারিরি।
এদিকে ১২৮ আসনের ১৮ আসন মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানা গেছে। ওই এলাকার সহিষ্ণুতা বজায় রাখতেই লেবাননে এ প্রথা চালু রাখা হয়েছে। জানা গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫ হাজার ডলার জমা দিয়ে প্রার্থীদের নাম নিবন্ধন করাতে হয়েছে।
সূত্র: মিনা
এমজে/
আরও পড়ুন