ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র-তাইওয়ান ভ্রমণ সংক্রান্ত বিল পাশে অসন্তোষ চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১৭ মার্চ ২০১৮

হোয়াইট হাউজে ভ্রমণ সংক্রান্ত বিলটিতে শুক্রবার সই করেছেন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। এর ফলে, তাইওয়ানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আর কোন বাধা থাকলো না। ট্রাম্প প্রশাসনের এমন বন্ধুত্বপূর্ণ আচরণে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সহযোগিতা বজায় রাখার আশ্বাস দেয় দেশটি। তবে বিল সইয়ের কারণে অসন্তোষ প্রকাশ করেছে চীন। এতে দুই দেশের সস্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হবে বলে জানিয়েছে তারা। এর আগে, এক চীন নীতিতে সমর্থন প্রত্যাহারের হুমকি দেয় যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি