ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক, যাত্রা বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ২৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের রাষ্ট্রায়াত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ফ্লাইটে বোমা আতঙ্কের জের ধরে যাত্রা বাতিল করা হয়েছে। ২৪৮ আরোহীবাহী বিমানটি বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, বুধবার এয়ার ইন্ডিয়ার কল সেন্টারে টেলিফোনে এক ব্যক্তি দিল্লি-কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার এ-১  ০২০ ফ্লাইটে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেয়। ওই টেলিফোনের পর বিমান থেকে যাত্রীদের নামিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়।

এএনআই বলছে, বর্তমানে বিমানটিকে দিল্লির ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে।

ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার কার্যালয় বলছে, তারা বিমানের ওই ফ্লাইটে বোমা রাখা রয়েছে বলে টেলিফোনে হুমকি পেয়েছেন।  বিমান পরিচালনার মানসম্মত নীতি অনুযায়ী তল্লাশির জন্য বিমান থেকে সব ধরনের মালামাল নামিয়ে আনা হয়।

এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেন, “প্রায় দুই ঘণ্টা ধরে বিমানটিতে তল্লাশি করা হয়। পরে নিরাপত্তা কর্মকর্তারা এয়ার ইন্ডিয়ার সব আরোহীকে বিমান থেকে নামার অনুরোধ জানান। যাত্রীদের নামানো হলে দূরবর্তী স্থানে বিমানটিকে নিয়ে তল্লাশি করা হয়।”

পরে ভারতের রাষ্ট্রীয় এই বিমানসংস্থা ওই ফ্লাইটের যাত্রীদের অন্য ফ্লাইটে কলকাতা নেওয়া হবে বলে ঘোষণা দেয়।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি