ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীর ইস্যুতে প্রয়োজনে যুদ্ধ: হুমকি সাঈদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৫৩, ৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কাশ্মীরের স্বাধীনতাকামীদের সশস্ত্র সহায়তা দিতে পাকিস্তান সরকারের প্রতি দাবি জানিয়েছেন জামাত-আদ-দাওয়া প্র্রধান হাফিজ সাঈদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দাওয়া প্রধান পাকিস্তান সরকারকে কাশ্মীর ইস্যুতে প্রয়োজনে যুদ্ধে জড়ানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে হুরিয়াত নেতাদের ডাকে কাশ্মীরের ভারত বন্ধ আন্দোলনেও সমর্থন দিয়েছেন পাকিস্তানের বিতর্কিত এই নেতা। এ ছাড়া জাতিসংঘসহ আন্তর্জাতিক গোষ্ঠীগুলো কাশ্মীর ইস্যুতে নীরব থাকায় সে সংস্থাগুলোরও তুমুল সমালোচনা করেন তিনি।

গত সপ্তাহে কাশ্মীরে ‘অপারেশন অলআউট’ নামে জঙ্গিনিধন অভিযান শুরু করে ভারতীয় সেনারা। গত ৩১ মার্চ কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনারা। ওই সময় তিন সেনাসহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার পরই হাফিজ সাঈদ বলেন, ভারত যেভাবে কাশ্মীরের স্বাধীনতাকামীদের দমন করছে, তাতে মনে হচ্ছে পাকিস্তানকে ওই ইস্যুতে এগিয়ে আসতে হবে।

এদিকে হাফিজ সাঈদের নেতৃত্বে পাকিস্তানের নতুন রাজনৈতিক দল মিলি মুসলিম লীগসহ দেশটির ৭টি সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। আর হাফিজ সাঈদকে সন্ত্রাসীদের গড ফাদার বলে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র সরকারের এ দপ্তরটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ল্যাটেস্টলি

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি