ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ৮ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন চার দমকলকর্মী। বহুতল ভবনটির ৫০তম তলায় আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানিয়েছে নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্টে।

ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যাঞ্জেলিকা কনরয় জানিয়েছেন, নিহত ব্যক্তি বিল্ডিংয়ের ৫০তম তলার থাকতেন। অগ্নিকাণ্ডের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানিয়েছেন, আহত চার দমকলকর্মী এখন আশঙ্কামুক্ত।

প্রসঙ্গত, এই বিল্ডিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসা ও অফিস রয়েছে। তবে আগুন লাগার সময় ট্রাম্প পরিবারের কেউ টাওয়ারে ছিলেন না বলে জানিয়েছেন ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো।

তথ্যসূত্র: সিএনএন, বিবিসি।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি