ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রানি এলিজাবেথের অদ্ভূত পাঁচ নাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ১৯ এপ্রিল ২০১৮

ব্রিটিশ এই রানি শুধু রানি নন, একজন স্ত্রী থেকে শুরু করে প্রমাতামহ৷ অবশ্য কুইন এলিজাবেথ নামেই তিনি সর্বাধিক পরিচিত৷ কিন্তু তারও কিছু অদ্ভুত নাম আছে৷ জেনে নেওয়া যাক সেগুলো৷

লিলিবেথ

যখন খুব ছোট, তখন নিজের নাম ‘এলিজাবেথ’ ঠিক মতো উচ্চারণ করতে পারতেন না তিনি৷ কেউ জিজ্ঞেস করলে বলতেন আমার নাম ‘লিলিবেথ’৷ পরিবারের সদস্যরাও তাই তাকে সে নামেই ডাকত৷ ১৯৫২ সালে রানির আসনে অধিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এ নামেই পরিবারে ডাকা হতো তাকে৷

শির্লি টেম্পল

গোলমুখ ও পেচানো চুলের কারণে রানির চাচা এডওয়ার্ড হঠাৎ একদিন তার সঙ্গে মার্কিন অভিনেত্রী শির্লি টেম্পলের মিল খুঁজে পান৷ আর যায় কোথায়? ডাকা শুরু করেন সে নামে৷ এই চাচাই মার্কিন এক ডিভোর্সি নারীকে বিয়ে করে সিংহাসনের উত্তরাধিকার হারালে এলিজাবেথ সে স্থানটি পান৷

গ্যারি

শিশু প্রিন্স উইলিয়াম ‘গ্র্যানি’ বলতে পারতেন না৷ বলতেন ‘গ্যারি’৷ তবে এই ‘পুরুষ’ নামে ডাকার অধিকার কেবল প্রিয় নাতিকেই দিয়েছিলেন তিনি৷

গ্যান-গ্যান

প্রিন্স উইলিয়ামের পুত্র জর্জও একই সমস্যায় ভুগেছে৷ গ্র্যানি বলতে পারছিল না৷ যখন তার বয়স দু’বছর, তখন সে প্রমাতামহকে ডাকত ‘গ্যান-গ্যান’ বলে৷ তবে এখন আরেকটু বড় হয়েছে সে৷ এখন নিশ্চয়ই আর সমস্যা হয় না৷

ক্যাবেজ

৭০ বছরেরও বেশি হয়েছে রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বিয়ে হয়েছে৷ তাই নিজের বউকে অন্যদের মতো ‘কুইন’ বা ‘হার ম্যাজেস্টি’ ডাকা কেমন বেমানান লাগে৷ সম্প্রতি জানা গেছে, আদর করে বউকে ক্যাবেজ বা বাধাকপি বলে ডাকেন তিনি৷ তবে এই অদ্ভুত নামের কারণ জানা যায়নি৷

সূত্র: ডয়চে ভেলে

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি