ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়ের ধর্ষণের ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো হলো মাকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভিডিও দেখে চমকে উঠলেন মা। তাঁর মেয়েকে ধর্ষণ করে সেই ভিডিও পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে। ঘটনাটি ভারতের নয়াদিল্লির রোহিণী এলাকার।

গত শনিবার এক আত্মীয়ের মাধ্যমে ওই ভিডিওর খোঁজ পান নির্যাতিতার মা। দেখা যায়, তাঁর ১২ বছরের মেয়েকে ধর্ষণ করছে তাঁরই প্রতিবেশী অনিল কুমার ওরফে বান্টি। মেয়েকে প্রশ্ন করলে সে ভেঙে পড়ে। পরে মাকে জানায়, মাস দুয়েক আগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের পাশে পরিত্যক্ত জায়গায় তাকে ধর্ষণ করা হয়। ঘটনার ভিডিও করে রাখে বান্টির দুই বন্ধু। কাউকে জানালে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

নির্যাতিতার পরিবার এফআইআর দায়ের করে বান্টি এবং তার দুই বন্ধুর বিরুদ্ধে। রোহিণী অঞ্চলের মঙ্গলপুর কালান এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। বছর চব্বিশের বান্টির বিরুদ্ধে পকসো আইনের অন্তর্গত মামলা দায়ের হয়েছে। অভিযোগ, তার পর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে এলাকায় ‘প্রভাবশালী’ বলে পরিচিত বান্টির পরিবারের তরফ থেকে।

সূত্র: আনন্দবাজার

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি