ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৬৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২৩ এপ্রিল ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। এদিকে বাগলানা পাল-ই-খুমরি শহরে আরেক গাড়ি বোমা হামলায় অন্তত ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, গতকাল রোববার দেশটির রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে। আইএসের মুখপাত্র নিউজ এজেন্সি আমাক হামলার পরপরই এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে।

গত রোববার কাবুলের পশ্চিমাংশের দাশত-ই বার্চি এলাকায় একটি ভোট নিবন্ধন কেন্দ্রের বাইরে ভোটাররা যখন পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন, তখনই ওই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। চলতি মাসেই দেশটিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি