সৌদি জোটের হামলায় নিহত ৪৫
প্রকাশিত : ১৩:৩৫, ২৫ এপ্রিল ২০১৮
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত চারদিনে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ জানিয়েছে, গত শুক্রবার ইয়েমেনের মাওজা জেলায় যাত্রীবাহী বাসে বিমান হামলা চালালে ৫শিশুসহ ২১ বেসামরিক নাগরিক নিহত হন।
গত রোববার একটি বিয়ের অনুষ্ঠান লক্ষ্য করে সৌদি বাহিনীর হামলায় অন্তত ১৯ বেসামরিক নাগরিক নিহত হন। যাদের অর্ধেকই শিশু। ওই হামলায় একই পরিবারের ৫জন নিহত হন। ইয়েমেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলাগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। জাতিসংঘের ইউএনএইচসিআরের মুখপাত্র লিজ থ্রসেল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০১৫ সালের মার্চ থেকে এখন পর্যন্ত সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৬ হাজার ৩০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ হাজার। তবে সেনা ও জঙ্গিসহ হতাহতের সংখ্যা আরও অনেক বেশি।
সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/
আরও পড়ুন