ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

থামছে না গাজার হত্যাকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:০১, ২৮ এপ্রিল ২০১৮

ফিলিস্তিনিদের বিক্ষোভে ফের গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। গাজা সীমান্তবর্তী এলাকায় এ হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন,আহত হয়েছেন কমপক্ষে ৯শ` জন।

জানা গেছে, শুক্রবার ৫ম দিনের মতো নিজের জন্ম ভূমিতে ফেরার দাবিতে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনারা এ বিক্ষোভে নির্বিচারে গুলি চালালে অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হন।

এদিকে, গাজায় ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ করতে আহবান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হোসেইন। দখলদার ইসরাইলি সৈন্যরা জাতিসংঘের এ আহবান অগ্রাহ্য করেই শুক্রবার আবারো বিক্ষোভে গুলি চালিয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ থেকে গাজার সীমান্তবর্তী এলাকায় নিজেদের অধিকার ফিরে পাবার দাবিতে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এসব বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি