বিদেশি সেনা মোতায়েন ঘিরে সুকোট্টা দ্বীপে অস্থিরতা
প্রকাশিত : ১৫:৩৯, ৪ মে ২০১৮
ইয়েমেনের সোকোট্টা উপদ্বীপে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত দেশটিতে শতাধিক সেনা ও চারটি যুদ্ধ বিমান প্রেরণ করায় হাজার হাজার বেসামরিক নাগরিক রাস্তায় নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, চারটি যুদ্ধ বিমান ইয়েমেনের সোকোট্টা উপদ্বীপে পৌঁছামাত্র স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হঠাতেই সংযুক্ত আরব আমিরাত বিমান ও সেনা মোতায়েন করেছে।
ইয়েমেনের সুকোট্টা থেকে দেশটির সেনাদের হঠিয়ে সংযুক্ত আরব আমিরাতের সেনারা উপদ্বীপটি দখল করেছে এমন অভিযোগে ইয়েমেনিরা বিক্ষোভ করে।
ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ বিন দাগর ও তার ১০ জনের এক স্ত্রীকে স্বাগত স্বাগত জানাতে হাজার হাজার লোক সোকোট্টোতে জড়ো হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সংযুক্ত আরব আমিরাত দেশটিতে যুদ্ধে জড়িয়ে পড়েছে। হুতি বিদ্রোহীদের দমনে সৌদি জোটের সঙ্গে মিলে তারা হুতি সরকারকে রুখতে বিমান হামলা শুরু করেন।
এমজে/
আরও পড়ুন