ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এরদোগানের বিরুদ্ধে লড়বেন মুহারাম ইন্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ৫ মে ২০১৮

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বিরুদ্ধে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন।

আঙ্কারায় এক সমাবেশে দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মুহারাম ইন্চকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেন দলটির প্রধান কেমাল কিলিসডারগলো। ইনচ বলেন, ‘আমি নিজে দলটির প্রেসিডেন্ট হতে চাই না, আমি তুরস্কের গণমানুষের নেতা হতে চাই, দেশটির প্রেসিডেন্ট হতে চাই।

গত ২০ এপ্রিল দেশটির সংসদে একটি বিল পাশ হয়। এতে দেশটিতে আগাম নির্বাচন ঘোষণা করেন প্রেসিডেন্ট এরদোগান। আগামী ২৪ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এর আগে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হয়। এখন থেকে দেশটির প্রেসিডেন্টরা নির্বাহী ক্ষমতা ভোগ করবে।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি