ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল গুলিবিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ৬ মে ২০১৮ | আপডেট: ২২:৫৯, ৬ মে ২০১৮

গুপ্তঘাতকদের গুলিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল মারাত্মকভাবে আহত হয়েছেন । রোববার পাঞ্জাব প্রদেশের নারোয়াল শহরে আয়োজিত এক সমাবেশে তিনি গুলিবিদ্ধ হন। এদিকে হামলার ঘটনাকে গুপ্তহত্যার চেষ্টা বলে অভিহিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইমরান কিশোয়ার জানিয়েছেন, এক গুপ্তঘাতক একটি ৩০-বোর পিস্তল দিয়ে আহসান ইকবালকে হত্যার চেষ্টা করেন। মাত্র ২০ মিটার দূরে থেকে তাকে গুলি করেন ওই গুপ্তঘাতক। এতে তার ডান কাঁধে গুলি লাগে।

জানা গেছে, ২০ থেকে ২২ বছরের হামলাকারীকে ইতোমধ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হামলার পরপরই মন্ত্রীকে জেলা হাসপাতালের নারোয়াল নিয়ে যাওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে সঙ্গে সঙ্গে লাহোরে নিয়ে যাওয়া হয়।

এদিকে মুসলীম লীগ নেতা তাল্লাল চৌধুরী জানান, ইকবালের বর্তমান অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে। এদিকে হামলাকারীর নাম জানা না গেলেও তিনি শাহ গরিব পুলিশ কোয়ার্টারের অধীনে বাস করতেন বলে জানা গেছে।

দ্য ডন

এমজে/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি