ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৪৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ৭ মে ২০১৮ | আপডেট: ১৩:৪৫, ৭ মে ২০১৮

নাইজেরিয়ার একটি গ্রামে দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর পশ্চিমের প্রদেশ কাদুনার গোয়াস্কা গ্রামে গত শনিবার এই হামলার ঘটনা ঘটে।

হামলাকারীদের সঙ্গে স্থানীয় পুলিশের গোলাগুলি হয়েছে বলেও জানিয়েছেন নাইজেরিয়ান পুলিশের মহাপরিদর্শক ইব্রাহিম ইদরিস। বর্তমানে সেখানে পুলিশের ১০টি পেট্রোল গাড়ি এবং ২০০ পুলিশ মোতায়েন করা আছে বলেও জানান তিনি। গ্রামটিতে প্রায় তিন হাজার মানুষ বসবাস করে।

গ্রামটির স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে সিডনী মর্নিং হেরাল্ড জানায়, দুর্বৃত্তদের হামলায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হলেও নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। হামলাকারীরা জামফারা প্রদেশ থেকে এসেছে বলেও জানায় ঐ বাসিন্দা। হামলার সময় গ্রামবাসীরা বাড়ি ছেড়ে পালাতে গেলে শিশুদের দিকেও গুলি ছোড়ে তারা। এরপর গ্রামবাসীদের বেশকিছু ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

গত সপ্তাহেও এই গ্রামের পাশের আরেকটি গ্রামেও প্রায় একই কায়দায় সন্ত্রাসী হামলা হয়েছিল।

কাদুনার আঞ্চলিক সরকার ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সাম্প্রতিক হামলাগুলোর বিষয়ে আঞ্চলিক সরকার ‘সচেতন’ আছে বলে জানায় এক বিবৃতিতে। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকারে সাহায্য নিয়ে কাজ করার কথাও জানায় আঞ্চলিক সরকার।

সূত্র : আল জাজিরা।

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি