ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

প্যারিসে হামলায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১৩ মে ২০১৮

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালালে একজন নিহত হয়েছেন। হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে যাত্রীদের ওপর ছুরি নিয়ে হামলা শুরু করে ওই হামলাকারী। সেন্ট্রাল প্যারিসে অপেরা ডিস্ট্রিক-এ হামলার ঘটনাটি ঘটে। সে কয়েকটি বার ও রেস্তোরায়ও হামলার প্রবেশের চেষ্টা করে।  

প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করছিলেন, মানুষজন ভয়ে রাস্তা থেকে দৌড়ে বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নিয়েছে। এই হামলার উদ্দেশ্য কি ছিল সেটা তাৎক্ষণিক-ভাবে জানা যায়নি।

পরে ইসলামিক স্টেট গ্রুপ দাবি করেছে, তাদের একজন সেনা এই হামলা চালিয়েছে।

পুলিশ তাকে প্রথমে চেতনানাশক গুলি ছুড়ে অচেতন করে আটকের চেষ্টা করে। কিন্তু সেটি সম্ভব না হওয়ায় তাকে গুলি করে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আবারও ফ্রান্স থেকে রক্ত ঝরলো, কিন্তু শত্রুদের এক ইঞ্চি স্বাধীনতাও দেওয়া হবে না।

তথ্যসূত্র: বিবিসি।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি