ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

উত্তর কোরিয়া ইস্যুতে জরুরি ফোনালাপ পম্পেই-কাইওংয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ১৭ মে ২০১৮ | আপডেট: ২২:০৫, ১৭ মে ২০১৮

উত্তর কোরিয়া ইস্যুতে জরুরি ফোনালাপ হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কাইয়ুং ওয়া গত বুধবার ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

সিউলের সঙ্গে উত্তর কোরিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠক স্থগিত ও ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণার পরই ওই দুই নেতা বৈঠকে বসেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি সূত্র জানিয়েছে মাইক পম্পেই ও কাইয়ুং ওয়ার মধ্যে ফোনালাপ হয়েছে। এসময় দুই নেতাই পারষ্পরিক সহযোগিতার কথা বলেছেন।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি