ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সোমালিয়ায় ভারী বর্ষণে নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২২ মে ২০১৮

সোমালিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বর্ষণ ও বন্যায় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে জানিয়েছে আনাদুলো নিউজ এজেন্সি।

মোগাদিসুর নগরপিতা আবদিরহমান ওমার ওসমান ইয়ারিসো বলেন, ‘বন্যায় তিন শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩০১ টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।’

এদিকে বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে স্থানীয়দের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়ারিসো। এদিকো গত রোববার দেশটির লুঘাইয়া ও বাকি জেলায় বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত ৩০ বছর ধরেই সোমালিয়াতে ভারী বর্ষণ হয়ে আসছে।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি