ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারে ২২৬ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২৩ মে ২০১৮ | আপডেট: ১৪:১৪, ২৩ মে ২০১৮

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ২২৬ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী প্রধান নিযুক্ত হয়েছেন। স্টেসি কানিংহাম নামের ওই নারীর নেতৃত্বে এখন থেকে চলবে বড় এই পুঁজিবাজার।

স্টক এক্সচেঞ্জের একটি ফ্লোরে কেরানি হিসেবে নিয়োগ পাওয়া স্টেসি কানিংহাম নিউইয়কং স্টক এক্সচেঞ্জের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদের ৬৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মাধ্যমে বিশ্বের দুই বৃহৎ পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার দায়িত্ব দুই নারীর হাতে উঠলো। এর আগে ২০১৭ সালে অ্যাডেনা ফ্রিডম্যান নাসদাকের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন।

দায়িত্ব নেওয়ার আগে কানিংহাম বলেন, ‘একজন নারী হিসেবে আমি মনে করি, প্রত্যেকেই তার সীমাকে ছাড়িয়ে যেতে পারে। যদি কারও সামনে সুযোগ আসে, তাহলে তার অতীত অবস্থানকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।’ উল্লেখ্য, গত শুক্রবারই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট নির্বাচিত হন কানিংহাম।

সূত্র: দ্য ডন
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি